সেদিন ভোরে
শ্রী বিশ্বনাথ সাহা
সেদিন ভোরে উঠে দেখি
সারা আকাশ মেঘে ঘিরে,
জানলা দিয়ে চেয়ে চেয়ে
ভাবছি তুমি আসবে ফিরে।
নেই যে কথা, নেই বারতা
নিত্য তোমার আসা যাওয়া,
সেই যে তোমার আমার মনে
মুখে হাসি ফাগুন হাওয়া।
ক্ষণে ক্ষণে পরে মনে
সইতে নারি মেঘের আঁধার,
চেয়েছিলে সেই নয়নে
দিন যে আজি তোমার আসার।
সাদা কালো মেঘ যে ভাসে
তুমি আসবে কেমন করে,
বসে আমি ভাবছি কত
এই যে এবার বৃষ্টি ঝরে?
মন যে নাচে তোমায় দেখে
ছাতি মাথায় তুমি এলে,
হাসি মুখে সেই সকালে
সকল বাধা দূরে ঠেলে।
©️২৩ জৈষ্ঠ্য ১৪২৮
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2139129812952104 (adsbygoogle = window.adsbygoogle || []).push({});