Spread the love


প্রতিফলিত 
🌱🌱🌱🌱

সুতপা দাস 
🌱🌱🌱🌱
যখন আয়নাটার সামনে দাঁড়াই
বিগত যৌবনের আলো ছায়া ভাসে চোখে বার্ধক্যের নতুন রূপসী বলিরেখা গুলো
মিতালী পাতায় আরসীর সাথে ৷
ঐ আরসী তে কত চোখের জল
শুকনো দাগ হয়ে পরিচিতি রেখে গেছে
কত সৃতি বিস্মৃতি কালের
কিছু বিবর্ন লাল এখনো খুঁজে  পাবে
বাতিল আনাচে কানাচে  আরসীর
সোহাগী সৈরিনীর অহমিকায়  অবহেলিত অস্তিত্বে ৷
কিছু উদ্বেলিত উন্মুক্ত তিয়াসার কথা
আরসীর ইতিহাসে হয়তো
মুদ্রিত রয়ে গেছে আজ ও
………………পুঙ্খানুপুঙ্খ
রঙ্গ চটা পারদের রন্ধ্রে রন্ধ্রে
যখন আয়নাটার সামনে দাঁড়াই
আমি আজও চিনতে পারি নিজেকে
…………..আরেকবার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *