# সুখে নেই সূর্য #
হান্নান বিশ্বাস
সূর্যটা সুখে নেই
আকাশ জানে বিলক্ষণ
অকৃতজ্ঞ হ্যাংলার মতো
নিরেট ভিতের উপর স্থির দাঁড়িয়ে কেউ
অনেকটা জায়গা জুড়ে ছায়ার চাদর
অথচ কচি,কাঁচা সবুজের অপার আনন্দ
তাঁরাদের মিতালীতে মগ্ন ছিল সারারাত
ভোরের শিশির মেখে সূর্যস্নানের অপেক্ষা
সবুজ লিপস্টিক-রাঙা ঠোঁটে
রসমালাইয়ের মতো ঝুলছে শিশির বিন্দু
নিষ্পলক দৃষ্টিতে অপেক্ষায় প্রহর গুণে গুণে
চতুর্থ প্রহরে চৈতন্য এসে থামায়
পাওয়াগুলো এভাবেই হারিয়ে যায়
হতাশার নিঃশ্বাসের সাথে
একটু ছুঁয়ে দেখার লালসায় হতাশ
সুখে নেই সূর্য!