🌱কাব্যপট পত্রিকা🌱
🌱সম্পাদক🌱নলাইন “কাব্যপট পত্রিকা”র জন্য সেমিনারের আয়োজন হতে চলেছে।
অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করতে হবে, তাতে কেমন কী খরচ হতে পারে আর সে জন্য প্রয়োজনে কিছু যার যেমন ইচ্ছে অনুদান গ্রহন করা যেতে পারে কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে। আর আপনাদের যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁদের সুচিন্তিত মতামত একান্ত প্রয়োজন। পূর্ণাঙ্গ পরিচালক মণ্ডলী গঠনের একান্ত প্রয়োজন। একটি ফাণ্ড গঠন করা হবে। সেখানে সকলের অংশগ্রহণ থাকবে এবং সেই ফাণ্ডের অর্থ “কাব্যপট পত্রিকার নানা কর্মসূচিতে পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ব্যয় করা হবে।
সম্পাদক : শ্যামল মণ্ডল