অকস্মাৎ
🌱🌱🌱
সত্যেন্দ্রনাথ পাইন।
**************
চারিদিকে যখন শুনি সুরের ধ্বনি
নবীন হয় যে মন
আঁধার ঘুচে যায় তখনি
আলোতে সারাক্ষণ
কত অনুষ্ঠান কত রূপের বাহার
মনের সুখে আড্ডা
পুজো এল জমজমিয়ে বর্ষা ঠেলে
ভরল মনের মাঠটা।
প্রিয়জন খোঁজে নিরালা ঠাঁই
স্বপ্ন দ্যাখে মন
সুযোগ খোঁজে দানব পশু
যদি পায় সংগোপন।।
নবীন হয় যে মন
আঁধার ঘুচে যায় তখনি
আলোতে সারাক্ষণ
কত অনুষ্ঠান কত রূপের বাহার
মনের সুখে আড্ডা
পুজো এল জমজমিয়ে বর্ষা ঠেলে
ভরল মনের মাঠটা।
প্রিয়জন খোঁজে নিরালা ঠাঁই
স্বপ্ন দ্যাখে মন
সুযোগ খোঁজে দানব পশু
যদি পায় সংগোপন।।
নাই- বা তুমি এলে কাছে
ওগো মহারাজ
সবকিছুটাই গেছে ভরে
মরি এ কোন্ লাজ!
পুষ্পার্ঘ্য হাতে করি
দেবনা আর অঞ্জলি
তুমি দিলে শূন্যতলে
বিদ্যুতের ঝিলিক মেলে
তবে কিসের দুঃখ মোর
কিসের তরে লাজ
ধনধান্য ভরে গেছে অকস্মাৎ
ওগো রাজাধিরাজ!!
ওগো মহারাজ
সবকিছুটাই গেছে ভরে
মরি এ কোন্ লাজ!
পুষ্পার্ঘ্য হাতে করি
দেবনা আর অঞ্জলি
তুমি দিলে শূন্যতলে
বিদ্যুতের ঝিলিক মেলে
তবে কিসের দুঃখ মোর
কিসের তরে লাজ
ধনধান্য ভরে গেছে অকস্মাৎ
ওগো রাজাধিরাজ!!