পেট খালি তবু ভরা পেট”
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
-সত্যবান তন্তুবায়
🌱🌱🌱🌱🌱🌱
🌱🌱🌱🌱🌱🌱
ওরা বোঝেনা HIV ভাইরাস
বোঝেনা মারণ রোগ,
ওরা দুমুঠো ভাতের জন্য
মানে সব দুর্ভোগ।
পৌঁছায়নি শিক্ষার আলো
পৌঁছায়নি কোন ‘দুর্বার’
আঁধারে বা ঝোঁপের আড়ালে
চলে শরীরের কারবার।
গর্ভনিরোধক নিয়ম না মেনে
জমিতে চলে লাঙ্গল,
ডিম্বাণু,শুক্রাণুরা খুশিতে করে
আনন্দ কোলাহল।
পেট খালি তবু ভরা পেট
জমিতে নেই বিরতি,
চাষীরা বীজ পুঁতে চলে যায়
তাই পেট সদা ভর্তি।
সভ্য সমাজ ঐ চারা গুলিকে
দেখে চরম ঘৃণাভরে,
এর জন্য দায়ী তো আমরাই
ভেবে দেখো অন্তরে।
– – – – – – – – – – – – – – – – – –
বোঝেনা মারণ রোগ,
ওরা দুমুঠো ভাতের জন্য
মানে সব দুর্ভোগ।
পৌঁছায়নি শিক্ষার আলো
পৌঁছায়নি কোন ‘দুর্বার’
আঁধারে বা ঝোঁপের আড়ালে
চলে শরীরের কারবার।
গর্ভনিরোধক নিয়ম না মেনে
জমিতে চলে লাঙ্গল,
ডিম্বাণু,শুক্রাণুরা খুশিতে করে
আনন্দ কোলাহল।
পেট খালি তবু ভরা পেট
জমিতে নেই বিরতি,
চাষীরা বীজ পুঁতে চলে যায়
তাই পেট সদা ভর্তি।
সভ্য সমাজ ঐ চারা গুলিকে
দেখে চরম ঘৃণাভরে,
এর জন্য দায়ী তো আমরাই
ভেবে দেখো অন্তরে।
– – – – – – – – – – – – – – – – – –