নীরবে নিভৃতে তোমাদের এই মহান অভিসার
আমরা বুঝতে পারি না!
নীরবে করে যাও ত্র্যহস্পর্শের ….
কত তিথি যেন না ঘুমিয়ে শেষ হয়!
ক্ষুদার্থের মুখে জোটেনা অন্ন…
তোমরা যে সংকল্প নিয়েছো কত সংকল্প,
নীরবে করবে একই দিনে তিনটি তিথি পালন…
রাতে যেতোমাদের না খেয়ে ঘুমানো বারণ l”