Spread the love
‘আবর্তন”
…    শ্রী শতানীক ভট্টাচার্য
সময় সত্যিই বদলেছে,
বদলেছে আবহাওয়া
মানুষ কিংবা প্রকৃতির চঞ্চল মন,
হার মেনেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ
কিংবা রূপকথার ওই মায়াবী জাদু দন্ড!
 নিষ্প্রভ চকমকি পাথর থেকে বিকীর্ণ হওয়া স্ফুলিঙ্গ এর মত পরিবর্তন…..
কোন টা মরুভূমির মরীচিকার মত
আবার কোনটা লোহার গায়ে ক্ষত ধরা অনড় মরচের মত,
ঘটেছে অনেক ছন্দপতন,
..কখনো ভিতরে ,কখনো বা বাইরের জগতের:
 অলস ঘুম ভাঙ্গায় সময়ের বেনিয়ম ,
গতি আটকায় রাস্তার এবড়োখেবড়ো সতর্ক তা.
কখনো বীজগণিতের সূত্র অবাধ্য অংকের
উত্তর মেলায়
কখনো তা উত্তাল সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া নাবিককে  পথ দেখায়.
তবু ও বারে বারে সময় পাল্টায়,
পথভ্রষ্ট হয় নিঃসঙ্গ মন
প্রশ্ন চিহ্ন জাল বুনে
তৈরি করে বেরোবার পথ
.. সময় বৃত্তে ঘুরপাক খায় 
       অশান্ত গতি, 
বারেবারে দিক পাল্টায় ঘাতক সময়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *