পরিযায়ী শ্রমিক
শ্রীমতী তারা ভট্টাচার্য
(১)
রেল কম ঝমাঝম
গরম লুচি আলুর দম
চলছে জীবন রমরম
পাতের শেষে চমচম
দাদা দিদি খাচ্ছেন এমন
দিনমজুরের খিদে দমন
রেল কম ঝমাঝম
খাটবে শ্রমিক খাবে কম
কম খাক না তাতে কি
দাদা দিদি খাচ্ছেন ঘি
বাড়তি চর্বি তাদের গায়
মজুরের হাড় গোনা যায়…
(২)
রেল কম ঝমাঝম
হাঁটতে হাঁটতে ফুরোয় দম,
পরিযায়ী শ্রমিক দল
রেললাইনেই শুবি চল ।
রেললাইনে নামল ঘুম
চারিদিকে রাত নিঝুম,
মালের গাড়ি ঝমাঝম
চাকার নীচে হারায় দম ।
পরিযায়ী শ্রমিক শেষ,
বাহা বাহা আমার দেশ ।
রেলকম ঝমাঝম
মরছে শ্রমিক হরদম….
====================