Spread the love
            *জীবন্ত দহন*
✍️শোভা মণ্ডল✍️
 

মেয়ে টি – বাঁচতে চেয়েছিল,
হায়দ্রাবাদের মেয়েটি সেদিন – 
বাঁচতে চেয়েছিল|
জলন্ত অগ্নিশিখায় – জীবন্ত দহন,
প্রবল কান্নার ঢেউ, তবুও নিভল না চিতার আগুন, 
বন্য পশুদের উদ্দাম উল্লাস, 
বন্য শরীরে কাঁচা রক্ত মাংসের ঘ্রাণ |
সমাজের চোখ – ব্যস্ত তখন টিভি’র পর্দায়, 
মেয়ে টি বাঁচতে চেয়েছিল, বাঁচালো না কেউ 
কেন ?
তবে কি পশুর রাজত্বে আমাদের বাস !
কি নাম – সে অরণ্যের ? 
বার বার কেন আমরাই পুড়ি
বার বার কেন আমরাই মরি, 
আর নয় – এবার মরতে হবে ওদের 
আমরাই সাজাব ওদের চিতা 
প্রকাশ্য রাজপথে,
আর প্রতিবাদ নয়, মোমবাতির মিছিল নয়
অন্ধ আদালতে বিচার ভিক্ষা ও নয়
আমরাই করে নেব বিচার আমাদের |
ওঠো নারী, জাগো নারী, 
ত্রিশুল তুলে নাও দশ হাতে  
অশুর-নিধন-যোগ্য শুরু করে দাও, 
আমরা শক্তি, আমরা মায়ের জাত 
জন্ম যদি দিতে পারি, মৃত্যু কেন নয় ?
ওঠো মেয়ে, ত্রিশুল তুলে নাও হাতে |
আমি জানি – জগতের সব পুরুষ ই,
ধর্ষক নয় – তাই কে আছ ভাই আমার শুভ চিন্তক 
চলে এস, এক সাথে  – সমস্বরে বলে উঠি 
আর মৃত্যু নয়, আর ধর্ষণ নয়, 
এবার শুধু – ধর্ষক মুক্ত একটি পৃথিবী, 
আমাদের চাই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *