শেষের সেইসব কথা
******************
শেষ কথা কবে হয়েছিল লেখা আছে পালকে
তারপর চলে গেছে অজস্র স্রোত
পাল্টেছে গতিপথ নিজস্ব ইংগিতে
বুভুক্ষু হেঁটে যায় নিশিদিন দিশেহারা আর্তনাদে
চাতকের মতো চেয়ে আছি জল নেমে আসবে কোন ঠিকানায়
যে ঠিকানা সযত্নে রাখা ছিল পাশের আবহে নিরাপদে থাকবে ভেবে
বিদায় নিয়েছে সে অনেক আগেই বিরহ অশ্রুপাতে
ধোঁয়াটে রোদ্দুর মেখে যাতায়াত করি অস্নাত শরীরে
কত কথা বলেছি গোপনে সংগোপনে হিসেব খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমে আসে বুঝতে পারিনা অতৃপ্ত চোখের ইশারায়
ঝলসানো পটচিত্র মনে করিয়ে দেয় সেই রাখাল বালকের কাহিনী
‘বাঘ ইদানিং উঁচু অট্টালিকার মাথায় বসে আঁড়ালে অপেক্ষমান-‘
আচমকা যদি নেমে আসে ঘর সামলে বলতে পারবো কীভাবে
ময়ূরপালকে লেখা আছে সব কথা,সব ইতিহাস –
শেষ কথার দিন আজ আর মনে নেই
তবু দেখবো শুদ্ধস্নানের পর আর একবার চেষ্টা করে
যদি উদ্ধার হয় আংশিক, মন্দের ভালো-
বাতাস নিশ্চয় গতিপথ বদলাবে সামনে একদিন?