Spread the love

শুধু কবিতার  জন্য
  পলাশ দাস

শুধু একটি কবিতার জন্য
অনেক কিছু পেরিয়ে
অনেক মান অভিমান পেরিয়ে
আসা যায় …
অক্ষরের সঙ্গে অক্ষরের মিলনে
গড়ে ওঠে কবিতার আপাদমস্তক
কবিতা  নিয়ে আসে অনিবার্য
কাকতালীয় মুক্তির স্বাদ
বিষন্নতার ছায়া ছড়িয়ে
মনে দেয় হৃদয় মাঝে
প্রসন্নতা  আর প্রফুল্লতা …
প্রশান্তির সুখের পরশ  ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *