Spread the love
কবি হান্নানুল মহাজেজরিন

শিশু শ্রমিক

কলমে : হান্নানুল মহাজেজরিন

আমি শিশু.

আমারও ইচ্ছে করে
কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের ড্রেস পরে
স্কুলে যাই|
আমারও ইচ্ছে করে পুতুল নিয়ে খেলি
ইচ্ছে করে বিকেলবেলা
শিশু উদ্যানে যাই|

আমাদের অস্তিত্ব নেই
বল আমরা কি করে পাই|
যখন সব বাচ্চারা হরেক রকম খেলে
আমরা তখন খাবার সাজাই
দোকানের টেবিলে|

যখন সব খুকু খেলে পুতুলের বিয়ে
আমরা তখন বাসন মাজি
লোকের বাড়ি গিয়ে|

তোমাদের যখন আনন্দে কাটে পুজো ঈদ
আমাদের তখন নেইকো খাওয়া
গায়ে লাগে শীত|

আমরা পথের শিশু
চলি মাথা করে নীচু|
মোদের নেই আয়েস
তোমার শিশুর মুখে
বিশুদ্ধ পায়েস|

কি হবে আর বলে
দিনতো যায় চলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *