Spread the love

                       “শিক্ষিত_সম্পদ”
            ✍️তারেক_আল_মুনতাসির✍️
      

লেখা-পড়ায় তৃপ্তি নিয়ে আনবো জোয়ার
অবিরামে খুলে দেবো জ্ঞানের দুয়ার।
অধ্যয়নের অধ্যবসায়ে এলে ভাটা
অলস লোকের জীবনের লেজ তবে কাটা।

শ্রেণীর প্রত্যেক সহপাঠি সঙ্গী-সাথী
মিলেমিশে জ্ঞানে আনবো জীবন-বাতি।
থাকবে পাশে শ্রদ্ধার পাত্র প্রিয় শিক্ষক
যারা মোদের ভুল শোধনের পরিদর্শক।

লক্ষ্য শুধু জানতে হবে সব অজানা
সত্য-মিথ্যার উৎঘাটনে দেবো হানা।
অলসেরা ধ্বংস করে পরিবেশটা
কঠিন কর্মে করবো সবাই কঠোর চেষ্টা।

নিজেকে ভাই দেশের জন্য সফল করবো
কাজে-কর্মে দেশের পক্ষে নিশ্চিত লড়বো।
সঠিক শিক্ষায় রুখবো সকল অন্যায় বাধা
প্রয়োজনে খরচ করবো ন্যায়ের চাঁদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *