Spread the love

শব্দক্রম ম্রৈত্যুয়িকী
বর্ণক্রমবৃত্ত ছন্দগঠন: v- v-vv/v- ÷uv

বৈপরিত্যে
——-

জয়নুল ইসলাম বড়ভুইয়া (মণিপুর)
*——-*
যুগের ধরণ বাঁকা, বিষাদ অন্তরে
প্রেমের তোরণ-ভাঙা, মিলন বন্দরে।
ভূতল বিপদ-ঘোরে, তিমির উচ্ছ্বাসে
কুফল বাদলরূপে, মরণ উল্লাসে।

ইঁদুর শাসক সাজে, বিড়াল-ক্রন্দনে
ছিদুর পেচাল কাজে, নিয়ম লঙ্ঘনে।
মজুর তামাম ক্রোধে, আহার সন্ধানে
কপোল ধূসর রোদে, ওজন গর্দানে।

পাষাণ-নেতার মুখে, ভাষণ ভল্লুকী
প্রাসাদ বিভোর সুখে, নেশায় নর্তকী।
পথিকশিশুর ভুখে, বিলাপ অশ্রুতে
শোষণনীতির দুখে, কৃষাণ রজ্জুতে।

মায়ার বাঁধন ছিঁড়ে, জীবন প্রস্থানে
অনাথ বেহাল ফিরে , নিথর উদ্যানে।
দামাল তরুণ রাগে, বিনাশ নিশ্চিতে
আঁখির বিরোধ জাগে, আভাস দৃষ্টিতে।

One thought on “শব্দক্রম ম্রৈত্যুয়িকী বর্ণক্রমবৃত্ত ছন্দগঠন: v- v-vv/v- ÷uv বৈপরিত্যে ——- জয়নুল ইসলাম বড়ভুইয়া (মণিপুর)”
  1. আমার কবিতাটি কাব্যপট পত্রিকায় প্রকাশিত হওয়া আমার সৌভাগ্য বলতে পারি। পত্রিকা কতৃপক্ষকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *