শঙ্খধ্বনি
======
শ্যামল কুমার রায়
শঙ্খ আজ নিয়েছে ছুটি
আর নিনাদ তুলিবে না।
মৃত্যু অ্যাত নয়কো বড়ো
শঙ্খধ্বনি থামিবে না।
মুখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনে
এ মুখ মোটেও লুকাবে না।
নিঃশব্দে ছেড়েছো ধরা
শব্দহীন করে গুণ মুগ্ধরে।
——————-
গুসকরা,
২১/০৪/২১
সাহিত্য পত্রিকা
শঙ্খধ্বনি
======
শ্যামল কুমার রায়
শঙ্খ আজ নিয়েছে ছুটি
আর নিনাদ তুলিবে না।
মৃত্যু অ্যাত নয়কো বড়ো
শঙ্খধ্বনি থামিবে না।
মুখ ঢেকে যাওয়া বিজ্ঞাপনে
এ মুখ মোটেও লুকাবে না।
নিঃশব্দে ছেড়েছো ধরা
শব্দহীন করে গুণ মুগ্ধরে।
——————-
গুসকরা,
২১/০৪/২১