শ্যামাসঙ্গীত
–“লোকে বলে মা তুই রঙে কালো”
গীতিকার–বিমান প্রামানিক
(এ পর্যন্ত্য ছটি শ্যামাসঙ্গীত লিখেছেন। এটি ষষ্ঠতম রচনা)
****************************
লোকে বলে মা তুই রঙে কালো–
তোর গুনে যে জগৎ আলো
লোকে বলে মা তুই রঙে কালো–
তোর গুনে যে জগৎ আলো।
মা তোর মুখে কেন রক্ত
আমরা যে তোর পাগল ভক্ত
মা তোর মুখে কেন রক্ত
আমরা যে তোর পাগল ভক্ত।
গলায় যে তোর মুন্ড মালা–
গলায় যে তোর মুন্ড মালা–
তুই রাগিলে বড়োই জ্বালা–।
গলায় যে তোর মুন্ড মালা–
ও মা তুই রাগিলে বড়োই জ্বালা–।
হাতেও তোরে মুন্ড ঝোলা–।
তোর হাতের ঐ জ্যান্ত খাঁড়া
তোরে পূজিতে ব্যস্ত তারা।
মা তুই শান্ত রবি বল কিসে–?
মা তুই শান্ত রবি বল কিসে–?
গলায় যে তোর মুন্ড মালা–
দেব তোরে জবার মালা
তুই রাগিলে বড়োই জ্বালা–।
দেব তোরে জবার মালা।
মা তোর গুনে যে জগৎ আলো
লোকে বলে মা তুই রঙে কালো
ও মা, তোর গুনে যে জগৎ আলো–।
ও–মা–, তোর গুনে যে জগৎ আলো—-।
**********************************
বিজ্ঞাপন