Spread the love

 পৃথা চট্টোপাধ্যায় বর্তমান সময়ে কবিতা লিখছেন এবং সাহিত্য জগতে ধীরে ধীরে সুপরিচিত হয়ে উঠছেন।  শুধু কবিতাই নয় তিনি মুক্ত গদ্য, অণু গল্প,  ছড়া এবং গ্রন্থ সমালোচনার ক্ষেত্রেও নিজস্বতা বজায় রেখে  দেশ, কবিতা পাক্ষিক, সুখবর, ডেইলি হান্ট,  শতাব্দীর কলকাতা,দৈনিক বাংলা ই পত্রিকা ,অর্বাচীন,  ব্যারাকপুর স্টেশন, মল্লসাহিত্য, যুগ সাগ্নিক, পালক,গীর্বাণ, দৈনিক বজ্রকন্ঠ, স্বপ্ন রাগ, ছায়া রোদ, ভুবনডাঙা,  সাহিত্য এখন, ক্রিয়েটিভ আই, কবিতা যাপন, এবং সইকথা,  কচি পাতা, কান্ডারি, সাহিত্যের টেক টাচ টক, অনলাইন কাব্যপট পত্রিকা প্রভৃতি  বিভিন্ন পত্র পত্রিকায় এবং ওয়েব ম্যাগাজিনে  নিয়মিত লিখে চলেছেন। সাহিত্যের জগতে খুব অল্প দিন আত্মপ্রকাশ হলেও তাঁর লেখার মধ্যে সাহিত্য যাপন ও পরিশীলিত মননের পরিচয় পাওয়া যায়।


লজ্জা
পৃথা চট্টোপাধ্যায়

মাটি ভেদ করে বেরিয়ে আসছে লজ্জা
অজানা শ্রাবণে ধুয়ে যাচ্ছে কান্না
একে একে যাচ্ছে খুলে  বেদনা হত পালক
পাখির ঠোঁটে অপসৃয়মান সুখ

অর্থবহ ফাঁক দিয়ে গলে যাচ্ছে  নিরন্তর  মাংসের আহার
কেঁপে উঠছে গাছপালা হরিণীর ভয়ভীত স্বরে
সূর্য থেকে সরে এসে সূর্যাস্ত দেখছে
কুণ্ঠিত  মেয়ে এক

2 thoughts on “লজ্জা – পৃথা চট্টোপাধ্যায়”
  1. অপূর্ব কবির অনুভূতি। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *