10/11/2025
  1. আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।

1 thought on “লক্ষ্মী পূজার দিন নোয়াখালি দাঙ্গা এক কলঙ্কিত অধ্যায় : বটু কৃষ্ণ হালদার (কবর ডাঙ্গা)

  1. লক্ষী পুজার দিন নোয়াখালীর দাঙ্গা এক কলংকিত অধ্যায় — বটু কৃষ্ণ হালদারের লেখা নিবন্ধটি খুব গুরুত্বপূর্ণ। ইনি আমাদের কালের খুব নামী নিবন্ধকার। নিয়মিত দৈনিক যুগশঙ্খ-তে ওনার লেখা পাই, খুব জ্ঞান ও সাহস দিয়ে তিনি দেশের চেতনা ফেরাতে কলম ধরেন। আসলে দেশের রাজনীতি শেষ করছে দেশকে ১৯৪৭ সালের আগে ও পরের থেকে। এর ফলাফল প্রতিবেশে দেশগুলিতও পড়ছে। মানুষ খুব বিপন্ন, অন্য সব জীব ও প্রকৃতি ছাড়াই। আসলে ভুল সংবিধানের প্রনেতা ড. বি আর আম্বেদকর এইসব কারনের সহায়ক ছিলেন, যদিচ রাজনীতির কারণে তাঁকে মহানায়ক বানিয়ে ব্যাবহার করা হচ্ছে, আসল মহানদের পরপর আবছা করে দিতে। এসব প্রমাণ আমার কাছে আছে। এই পক্ষের সমর্থকগন সেই সব যুক্তি পড়ে বা শুনে পালিয়ে যান মাথা নত করে। এসব বিরাট কাহিনী। আর কত রকম বিপন্নতা নিয়ে কত বছর মানব সভ্যতা চলবে জানিনা।
    — ঋদেনদিক মিত্রো ( ভারত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *