Spread the love

রোজনামচা

অগ্নিমিত্র (সায়ন ভট্টাচার্য)

এগারোটায় অফিসে ঢুকে
ধীরে সুস্থে বসি,
তারপরে একটু গল্প ,
বুঝি, পেট উপোসী!
চা কফিটা খেয়ে তখন
আবার ঘরে আসি ;
সুন্দরী সহকর্মিনী যে
বাজায় মনে বাঁশি ।
কাজ করতে বলে যদি
ঘুণাক্ষরেও কেহ …
চোখে আমি আঁধার দেখি
টলতে থাকে দেহ !
তারপরেতে খাওয়া দাওয়া
দেড়টি ঘন্টা ধরে…
তিনটে নাগাদ আবার চা চাই;
তাই পড়ি যে সরে !
চারটে নাগাদ গা এলিয়ে
আধঘন্টা পরে
দুলকি চালে পা যে বাড়াই
বাড়ির পথটি ধরে ।
বেজায় কাজ করি আমি
করি দেশের সেবা;
আমার কাজের মর্মটি কী
বুঝবে হেথায় কে বা ??!

🍃🍀☘️🍃🍀☘️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *