Spread the love

 

লেখক পরিচিতি :
রাজকুমার সরকার ধানবাদ জেলার মধুবন থানার অন্তর্গত খরখরী নামক স্থানে ১৩৭৯ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।পিতার নাম প্রফুল্ল কুমার সরকার ও মাতা পুষ্পলতা সরকার। আদি বাড়ি ধানবাদ জেলার বেলিয়াপুর থানার অন্তর্গত মোকো গ্রামে।শিক্ষাগত যোগ্যতা রাজনীতিশাস্ত্রে স্নাতকোত্তর।কোলকাতা থেকে ডিপ্লোমা ইন এডুকেশন।ছোট থেকেই বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি টান।ভারত ও বাংলাদেশের  প্রায় ২০০টির  উপর বিভিন্ন ধরনের পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পায়। এযাবৎ পুরষ্কার/ সম্বর্ধনা পেয়েছেন পঞ্চাশটির উপর।তাঁর লিখিত বই এর সংখ্যা আটটি।সম্পাদনা করেছেন ২২ টি বই।সম্পাদনা করছেন “সুতপা” নামে একটি সাহিত্য ও সংস্কৃতির পত্রিকা পনেরো বছর ধরে।বাংলা ভাষা নিয়েই সময় কাটান।ছড়া, কবিতা, অণুগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনী সবই লেখেন তবে অণুগল্পে বেশি সাবলীল।


রেজাল্ট
********
        (অণুগল্প)
রাজকুমার সরকার/ঝাড়খন্ড
—————————————-

হ্যাঁ রে মদনা, কবে তোর রেজাল্ট বের হবে ?
মদনা —- বুধবার ।
ভালো পরীক্ষা দিয়েছিস্ না গোল্লা পাবি ?
রেজাল্ট ভালো হবে বাবা,চিন্তা  করো না।
আচ্ছা ।
আজ বুধবার ।মাধ্যমিকের রেজাল্ট ।ব্যবসায়ী মানুষ ইন্দ্রজিৎবাবু।বাড়ি এসেই হাঁক দিলেন—– হ্যাঁ রে মদনা, আজ রেজাল্ট বের হওয়ার কথা ছিল না?
——- হ্যাঁ রেজাল্ট  তো বের হয়েছে ?
— কি হোলো ?
নামোপাড়ার মুচা ফেল মেরেছে।
আর তোর রেজাল্ট?
মানিক মাষ্টারের ছেলে পঁচাও ফেল।
আচ্ছা ।
তোর ?
আর ট্যারা গোবিন্দের ছেলে লস্কাও ফেল।
তুই কি করেছিস্ ?
এ বছর কারও রেজাল্ট ভালো হয়নি জানো বাবা, বিমলদাদুর ছেলে অজয় পর্যন্ত ফেল মেরেছে।
বাবা বিরক্ত হয়ে বলে আচ্ছা  তুমি কি করেছো ?
—– আমিও ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *