Spread the love

কবিতা :  রিমোট হাতে সবার সাথে
কলমে :    ডঃ রমলা মুখার্জী

জীবন জাগে   জোয়ার -ভাঁটায়
       মৃত্যুর সাথে লড়াই –
বন্ধুর পথে      পথ পারাবার
        পেরিয়ে চরম চড়াই।
দুঃখ-সুখের     দোলায় দুলে
      হৃদয়ে হাজার হিল্লোল
সন্তাপে শোকে   প্রাণের আলোকে
     কুহকী আশার কল্লোল।
দেহ নন্দনে    হৃদ স্পন্দনে
       ছন্দোবদ্ধ গতি-
সুর-লয়-তালে   এ জীবন দোলে
     কিছু লাভ, কিছু ক্ষতি।
হতাশা অমার      অন্ধকারে
        ডুববে যখন মন-
আঁধার শেষে    সুর্য হেসে
      ছড়াবে প্রভা-কিরণ।
মহান যাঁরা      অমর তাঁরা
       জীবনের গতিপথে-
  কর্মযোগে     অগ্র ভাগে
        স্বর্ণমোড়া রথে।
দ্রুতগামী দামী জীবন রকেটে
         উঠলে যায় না নামা-
রিমোট হাতে  অলক্ষ্যে সাথে
        জানেন তিনিই থামা।

****************************

লেখিকা পরিচিতি‌‌
ডঃ রমলা মুখার্জী

(জন্ম 23.01.1955),
সুলেখিকা ডঃ রমলা মুখার্জী বটানিতে এম এস সি ও পি এইচ ডি। তিনি বাংলায়ও এম এ করেছেন, কারণ তিনি বিজ্ঞানের শিক্ষিকা হলেও সাহিত্যচর্চা করতে খুবই ভালোবাসেন। তিনি বি. এড করেছেন ও সংগীত প্রভাকরও পাশ করেছেন।তিনি একাধারে শিক্ষিকা, কবি, ছড়াকার, ,গল্পকার, নাট্যকার। বহু পত্র-পত্রিকায় লেখিকা নিয়মিত লেখেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই লেখিকা গান,আবৃত্তি, নাটকও করেন। 2003 সালে ছড়া, কবিতা, গান,নৃত্য, নাটক ইত্যাদির মাধ্যমে বিজ্ঞান পাঠদান ও অন্যান্য সমাজ সচেতনমূলক কাজের জন্য কবি 2003 সালে তদানিন্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম মহাশয়ের কাছ থেকে পুরষ্কার লাভ করেন ও জাতীয় শিক্ষিকার মর্যাদা পান। বিজ্ঞানের পাঠকে খুব সহজ করে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিতে তিনি অনেক বিজ্ঞানের কবিতা লিখে, আবৃত্তি করে, ছবি দিয়ে ভিডিও করে অবিরত ছাত্রছাত্রীদের জন্য বতর্মানেও কাজ করে চলেছেন। অনেক মহাপুরুষের জীবনীও তিনি ঐরূপ লিখে ভিডিও করেছেন যাতে এই ছাত্রছাত্রীরা মানসিক চাপ ছাড়াই  আনন্দের সাথে পড়াশোনা করতে পারে। পরিবেশ নিয়ে ও রোগব্যধি নিয়ে নৃত্যনাট্য ও নাটক লিখে পরিবেশন করে জনসাধারণকে পরিবেশ ও রোগ সম্বন্ধে সচেতন করার চেষ্টা লেখিকা করেন।
কবি প্রাক্তন প্রধান শিক্ষিকা। তিনি কিছু বইও লিখেছেন। স্বরচিত ছড়া, কবিতা, শ্রুতি নাটক, গান ইত্যাদি তিনি নিয়মিত মঞ্চস্থ করে থাকেন । অনেক সাহিত্য সংস্হা থেকে অনেক পুরষ্কার ও সম্বর্ধণা পেয়েছেন ডঃ রমলা মুখার্জী।

****************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *