রাঢ়ের চাষি
✍️শ্যামল মণ্ডল ✍️
রাঢ়ের ফসল
বেজায় ধকল
লাল কাঁকুরে মাটি,
রাঢ়ের চাষি
খুধার রাশি
সজ্জনতায় খাঁটি ।
বৃষ্টি বাদল
বাজায় মাদল
ঝড়-তুফানের দিনে,
বাদবাকি দিন
বর্ষা বিহীন
ফসল ফলে ঋণে।
রঙ ধরে তার
সবুজ বাহার
পাহাড়তলীর মাঠে,
দুঃখী চাষির
মুখে হাসি
জান লড়িয়ে খাটে।
মুগ মুসুরী
কড়াইশুটি
সর্ষে সূর্যমুখী
লাল-কাঁকুরে
মাটির সুরে
তারাও যেন সুখী।
ধনে জিরায়
ফলবে হীরা
আশাতে বুক বাঁধে।
শেষের বেলা
ঋণের ঠ্যালা
খুধার জ্বালায় কাঁদে।
*****************************
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]