রবীন্দ্রনাথ
সৈয়দ শীষ মহাম্মদ
তুমি না আসিলে, না থাকিলে
বাঙ্গালীর শুন্য হাত,
বাংলার কবি, বিশ্বের কবি,
তুমি রবীন্দ্রনাথ l
তোমার দেহে, চিন্তা কর্মে
নেই কোনো জাতপাত,
সারা বিশ্বের সম্পদ তুমি
প্রিয় রবীন্দ্রনাথ l
যারে ধরে বেড়ে ওঠা
সে যে তোমারই হাত,
কল্পনা আর বাস্তব নিয়ে
সে তুমি রবীন্দ্রনাথ l
————————