Spread the love

রবীন্দ্রনাথ
*পলাশ দাস*

তুমি ছিলে তাই
সাহিত্যে আজ
আলোক ছটা ৷

তুমি ছিলে তাই
গানে আজ
আনন্দ ঝংকার ।

তুমি ছিলে তাই
বিশ্ব মাঝে
উচ্চ শির |

তুমি ছিলে তাই
বাঙালি আজও
আঁকড়ে বাঁচে ৷

তুমি ছিলে তাই
পঁচিশে বৈশাখে
রবীন্দ্র- বীক্ষা ৷
———————————-*————————————

কবি পরিচিত

পলাশ দাস

জন্ম: ৫ ই মার্চ ১৯৭৮

জন্মস্থান : আমতা (চাঁদনী) ,হাওড়া

পিতা: কৈলাস নাথ দাস

মাতা : কাঞ্চন দাস

রসায়ন শিক্ষক (চালতাখালি রায়গুনাকর ভারতচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান )

কবি,সাহিত্যিক,লেখক , সম্পাদক ও গায়ক হিসেবে সুপরিচিত ৷

ছোটবেলায় বিদ্যালয়ে ছাত্রজীবন থেকেই লেখালেখির শুরু ৷ তবে কবিতার প্রতি ঝোঁক বাড়ে বিশ্ববিদ্যালয় পড়া চলাকালীন ৷

প্রকাশিত কাব্যগ্রন্থ : চেতনার ক্যানভ্যাস,কোলাজ,অনামী দূতের আলাপ (যৌথ),যখন ঘুম এসে যায় ,চুপ কথাদের রূপকথা (যৌথ),মাটির ব্যথা(যৌথ) , স্বপ্নের ফেরিওয়ালা ৷

অন্যান্য গ্রন্থ :উচ্চমাধ্যমিক প্রকল্প রূপায়ণ খাতা

এছাড়া,এ যুগের কিশোর বিজ্ঞানী ,নিজস্ব সাহিত্য পত্রিকা ও বহু লিটিল ম্যাগাজিন ও পত্রপত্রিকা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সাথে যুক্ত আছেন ৷

পুস্তিকা : পলাশের রঙে রঙে

সম্পাদিত পত্রিকা : নির্বাচিতা

ছদ্মনাম : অভিমন্যু

সোনার বাংলা, CTN টিভি সহ বিভিন্ন চ্যানেলে সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ ৷

আমার CHANNEL টিভিতে সঙ্গীত পরিবেশন ,স্বকন্ঠে আবৃত্তির সিডি প্রকাশ ৷

গানের সিডি: চোখের আলোয় দেখেছিলেম(রবীন্দ্র সঙ্গীত),তোমায় পড়েছে মনে(বাংলা আধুনিক ও ছায়াছবির গান),চলতে চলতে(হিন্দি গান)
ইউটিউব চ্যানেল :Palash Das Singer ,
Palash Das concert

সম্মাননা : “কবিরত্ন”সম্মানে ভূষিত ,,রাজ্যপাল কর্তৃক সম্মাননা ,,বিভিন্ন কবি সম্মেলন এবং সাহিত্য আসরে সম্মানলাভ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *