• Sat. Jun 25th, 2022

যার সৃষ্টি তিনিই রক্ষা করেন।। কলমে : জাহাঙ্গীর দেওয়ান

ByKabyapot

Jun 17, 2020
যার সৃষ্টি তিনিই রক্ষা করেন 
                  জাহাঙ্গীর দেওয়ান
সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে শুধু পার্থক্য থাকে না,
সেই পার্থক্য ঘুচে কখনো ঐক্যও তৈরি হয়।
সেটা গভীর ভালোবাসার ভিতরে তৈরি হয়,
তার সঙ্গে অনুশীলনও প্রশিক্ষণ প্রয়োজন‌।
উপকারী জিনিসের ব্যবহার না জানলে ভয়,
বিদ্যূতের খোলা তারকে দড়ি ভাবলে যা হয়।
বনের হিংশ পশুদের কে পোষ মানানো যায়,
তাদের দিয়ে কখনো কাজ করান হয়ে থাকে।
কিন্তু পোষ না মানা হিংশ পশুদের যদি কেউ
সরল মনে ‘জীবে প্রেম’ দেখাতে যায় তাহলে।
উপকারের অধিকার ও প্রকৌশল জানা চাই,
নাহলে সমূহ বিপদ আপনার ঘাড়েই চাপবে।
যার সৃষ্টি তিনি রক্ষা করতে পারবে অবিরত,
পরের ব্যাটার হয়েই বরের বাপ সাজতে নেই।
জ্যেতির্বিজ্ঞানিরা ওজন স্তর সারতে পারেনি,
তুন্দ্রায় বরফ গলা বন্ধ করতে পারেনি কেউ।
সেই তিনিই খাদ্যচক্রে সবাইকে খাইয়ে থাকে
জলে মাৎসান্ন্যায়,স্থলে জোর যার মুলুক তার। 
অতিমারী দিয়ে পৃথিবীর মানুষের স্তব্দ করেই,
বরফ জমান-ওজনস্তরের ফাটল সারান তিনি।
Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published.