🌙খুশির ঈদ উল ফিতরে🌙
✍️মোঃ ইজাজ আহামেদ✍️
❤️❤️❤️❤️❤️❤️❤️
মাহে রমজান শেষে খুশির জোয়ার আসে ঈদে,
সন্ধ্যায় বাঁকা চাঁদ দেখে ঈদের প্রভাতের অপেক্ষাতে রাত কাটে।
মাহে রমজানে রোজা পালনে পাপের পাহাড়ের ভস্মীভূতের মার্জনা চেয়ে প্রার্থনা আল্লাহর কাছে ;
প্রার্থনা সত্য পথের, বিশ্ব -সৌভ্রাতৃত্বের,সুখ – শান্তির বাতাবরণের ;
ঈদে নব সাজে আনন্দের বৃষ্টি ধারাতে সিক্ত হৃদয়ে
ঈদগাহ ময়দানে প্রার্থনা বিশ্ব শান্তির,বিশ্ব সম্প্রীতির আল্লাহর কাছে;
অনেকদিন না দেখা মুখগুলোর সাথে সাক্ষাৎ ঘটে;
সালাম,হাত মেলামেলি, কোলাকুলি হয় একে অপরের সাথে;
একে অপরকে ঈদের শুভেচ্ছা আর নিমন্ত্রণে প্রহর কাটে;
খুশির,শান্তির,দানের আবহাওয়া সর্বত্র বিরাজিত থাকে;
আকাশে বাতাসে অনুরণন হয় সৌভ্রাতৃত্বের ক্ষণে ক্ষণে;
হিংসা,শত্রুতা ভুলে বাতাসে সবুজ-সাদা পাতার খামে
মিত্রতার সুগন্ধ বারতা যায় ভেসে একে অপরের কাছে;
কিন্তু বড়ো দুঃখের এই বছর ঈদগাহে পাবো না যেতে;
হ্যান্ডশেক আর কোলাকুলি করে
ঈদ মোবারক জানাতে পাবো না অনেক দিনের না দেখা মুখগুলোকে
করোনা ভাইরাসের কারণে লক ডাউনে,
তবু নিজ বাড়িতে নিজ পরিবারের সাথে
ঈদ পালন করতে হবে প্রফুল্ল চিত্তে।