আছি কেমন ?
মৃন্ময় ভট্টাচার্য্য
প্রিয়জনে ফোনে ফোনে
প্রায়ই জানতে চায়,
কেমন আছিস এ দুর্দিনে
একলা বন্দিদশায় ?
প্রতিজনে বলবো কি আর
সব কি বলা যায় !
অসুখগুলো ঢেকে রেখে,
সুখ শোনাতে হয় ।
কর্মহীন রুদ্ধ জীবন,
মনটা আছে কেমন !
যেমন রাতে বন্দী পাখী
প্রভাত খোঁজে, তেমন ।