Spread the love
মৃত্যু   

——————— 
— ঋদেনদিক মিত্রো 
চ’লে যাওয়া, হ’লে হাওয়া,  মৃত্যু যে তাই,  
কেউ বা কবরে গেলে,  কেউ  পুড়ে  ছাই,   
                      মৃত্যু যে তাই !     
এই এতো কথা, কাজ,  হাসি, কান্না,  
গল্প,  আড্ডা,  পড়াশোনা,  রান্না,  
অজানাকে জানবার জন্য তৃষা,   
ভোর হতে পরপর নেমে আসে নিশা,  
 হঠাৎ কখনো বলো — হ্যালো,  গুড বাই,  
                     মৃত্যু যে তাই !  
কেউ বা রাতের আগে চলে যায় বেশ,  
ভালোলাগে না তো তার চোখে দেখা দেশ,  
যে-দেশকে দেখে নি — সেই দিকে ধায়— 
হঠাৎ কখনো বা দুপুর বেলায়,  
কত কিছু ফেলে যাওয়া– হিসাব যে নাই,  
                     মৃত্যু যে তাই !  
অসীমের থেকে নামে জীবন অসীম,  
ঘুমকেও  নিয়ে আসে সঙ্গে গহীন,  
তারপর জাগা আর ঘুমানোর খেলা,  
এই ভাবে কেটে যায় কত গুলি বেলা,  
গাঢ় অমাবস্যায় ঝিঁঝি পোকা-ডাক,  
অমাবস্যার পরে চাঁদ-তারা রাত,  
কত জিজ্ঞাসা নিয়ে একা চলাফেরা,  
কত স্মৃতি তকতকে, আর কিছু ছেঁড়া,  
 সবার ওপরে যার নাম টা খোদাই,  
                  মৃত্যু যে তাই ! 
কার সাথে কার রশি বাঁধা থাকে চুপ,  
বাহিরে যায় না দেখা তার কোনো রূপ,  
সেই শুধু কেঁদে যায়,  
  কত কিছু ভেবে যায় — 
     নিজের নীরবে সে হয় যে ভাবুক! 
সকলেই সেই দিকে এক দিন যাই?  
                  মৃত্যু যে তাই ! 
কেন এই আসা আর কেন এই যাওয়া! 
চার দেওয়ালের মাঝে কত চাওয়া পাওয়া,  
প্রাণ মানে কিছু নয় — বুকের হাওয়া! 
সে-হাওয়ায় এতো কি  আছে ক্ষমতাই! 
                  মৃত্যু যে তাই !  
মৃত্যু মানেই নাকি সকল আঁধার,  
চোখেতে লাগে না আলো কোনো ভাবে আর, 
আলো আর আঁধারের অদলবদল,  
এটাই কি জীবন ও মৃত্যুর ফল?  
  আবার কি জীবনের উৎসে হারাই?  
                মৃত্যু যে তাই !
কে বা কেন দিলে প্রাণ,  দিলে মৃত্যু,  
হে মহা আবিষ্কারক,  শুনছো কি কিছু,  
তোমার উপস্থিতি হ’লো কোত্থেকে?  
তুমি পেলে অমরতা  কোন পথে যে,  
আস্তিক বলে তুমি ঈশ্বর,  আর —
নাস্তিক বলে তুমি মহাবিস্তার,  
আস্তিক নাস্তিক মিলেছে যেথাই,  
               মৃত্যু যে তাই !  
সব কিছু তুচ্ছ —- এ প্রাণ-বায়ু শ্বাস,  
ইচ্ছা অনিচ্ছা আর অভিলাষ,  
তুচ্ছ শুধুই নয় —  একটুকু হাসি,  
একটুকু কান্না ব’সে  পাশাপাশি,  
মাকড়সা-জাল দেখে কিছু ভেবে ফেলা, 
পাখপাখি পশুদের সাথে নিয়ে খেলা,  
কত কী রকম সব তৃপ্তির বোধ,  
শেষ শ্বাস পারে না তো 
    এসবের সাথে কেটে দিতে সংযোগ, 
এই সব অনুভব অদেখা- রহস্যয় 
     মৃত্যুঞ্জয়ী হয়ে  চোখ মিটিমিটি করে  
                রইবে একাই,  
                   মৃত্যু যে তাই ! 
সব কিছু “শূন্য” দেখা অদেখা, 
এতো কিছু পড়াশোনা,  অনুভূতি,  লেখা,  
কত কিছু মনোরম বিষয় শেখা,  
 “শূন্য” কেবল নয় — প্রাণের স্পন্দনে 
               এদের পাওয়াই,  
                “মৃত্যু ” মৃত্যু নয়,  
                   তবু,  মৃত্যু যে তাই ! 
 শুয়ে থাকা নির্বাক লোকটিকে নিয়ে — 
 সারি হয়ে কারা যায় স্মশানে এগিয়ে— 
            রেখে আসতে,  
  তাই দেখি  অশ্রুতে সকলের চোখ ভাসছে,  
       শত্রু ও মিত্র সকলের অশ্রু  
               ঝরাতে যে পারে,  
                 রাত্রির মাঝে যেন রোশনাই,  
                মৃত্যু যে তাই ! 
(রচনা:- 12:33 দুপুর,  15 জুন 2020, এই লেখার কারণ টা বললে পাঠক-পাঠিকা অনেক কিছু অনুভব করবেন ! মাত্র চৌত্রিশ বছরে বলিউডের তারকা সুশান্ত সিং রাজপূত 14 জুন 2020, , গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেন,  শোনা যায় এর মানসিকচাপ এএর জন্য দায়ী ! বই পড়তে খুব ভালো বাসতেন ! পুরো ঘরে ছিলো বই ভর্তি ! দুরন্ত ছাত্র,  শিক্ষায় কোনো নোট বা ফাঁকি ফিয়ে পড়াশুনা পছন্দ করতেন না ! যাইহোক,  ইঞ্জিনিয়ারিং পড়তে-পড়তে ঘটনা ক্রমে সিনেমাতে সুযোগ পেয়ে  সিনেমার প্রতিষ্ঠা পেলেন ! কিন্তু নানা রকম বইয়ের প্রতি প্রচুর আকর্ষণ থেকে গেলো ! অবসর পেলেই দিন রাত পড়তেন বই ! লেখক গন একজন  বিরাট পাঠককে হারালেন ! এতো গভীর জ্ঞানী কোন একাকিত্বে এমন আত্মঘাতি হতে পারেন,  আমরা বুঝিনা ! হয়তো কোনো দার্শনিক বন্ধু বা বান্ধবীর অভাব ছিলো তাঁর!  খুব প্রাণখোলা ছিলেন তিনি ! যাইহোক,  তাঁর  মৃত্যু নিয়ে যখন খুব তোলপাড় চলছে সারা দেশে,  কবিরা লিখছেন কবিতা,  তখন এক খুব পাঠক- পরিচিত,  বহু পুরস্কারে পুরস্কৃত এক কবির লেখা মৃত্যু নিয়ে একটি কবিতা একজন
পোস্ট করেন একটি হোয়াটস্যাপ গ্রুপ ম্যাগাজিনে! ওই কবির ওই কবিতাটি ছন্দ ও ভাবনায় ছিলো খুব পরিপাটি,  কিন্তু আমার মনে হলো,  মৃত্যুর বাষ্প-খেলা উনি লেখাতে ধরতে পারেন নি,  না শৈলীতে,  না ভাবনায় ! তখন আমি এই কবিতাটা সাথে-সাথে লিখতে বসি ! মৃত্যুর ভিতরে যে-রহস্য এবং ভিন্ন মুখি চমৎকার জগৎ,  সেটাকে তুলে ধরতে চেয়েছি ! এখানে  কতটা পেরেছি সেটা হিসেব করার দায়িত্ব পাঠকের !  মৃত্যু নিয়ে এর আগেও কবিতা লিখেছি,  কিন্তু এইটাই মনে হয় সে-গুলির চেয়ে সেরা! 
🚩
আর একটি কথা, সুশান্ত সিং রাজপূতকে আন্তর্জাতিক মানের পাঠক হিসেবে বিবেচিত করে দেশের লেখক কুল নানা স্থানে  শ্রদ্ধা সভা করলে পুস্তকের প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হতো,  কারণ তিনি ছিলেন পুস্তকপ্রেমী ! ) 
           
          
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *