থাক , পড়ে থাক মায়ার সংসার, পড়ে থাক তোমার রাজপ্রাসাদ , আমি চাই না হতে রানী , সোনার খাঁচায় বন্দী হয়ে, চাইনা মরতে আমি ।
আমি চাই ডানা মেলে উড়ে যেতে মুক্ত বিহঙ্গের মত, শঙ্খচিল , অথবা ধবল বক এর মত, পেজা তুলো মেঘেদের দেশে আমি হারিয়ে যেতে চাই । যেখানে নেই কোন দূষণ, নেই কুটিলতা , রক্তপাত , খুন – ধর্ষণ , আমি সেই।
দেশের বাসিন্দা হতে চাই ।
তোমার রাজপ্রাসাদের মেকি ঐশ্বর্য আমায় গিলে খায় , বিষবাষ্পে আমার শরীরে ফুটে ওঠে শতশত নীলকমল , যন্ত্রণায় আমি ছটফট করি , আমি নীলকন্ঠ হতে পারব না প্রিয়তম । আমায় মুক্ত করে দাও, উড়ে যেতে দাও বিহঙ্গের মত আকাশের ওই নীল নীলিমায় ।