Spread the love

মুক্ত ধারা
শ্রীমন্ত ভদ্র (শ্রী চন্দন কুমার বৈদ্য)
*——————-+
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
মুক্ত দুয়ার খোলা,
কাঁধেতে নিয়ে বয়ে চলি
মস্ত কাব্যের ঝোলা।
মুক্ত আমি, মুক্ত তুমি,
মুক্ত সকল জীব
আমার দোলায় আছে
মঙ্গলকাব্যের ভিখারী শিব।
মুক্ত চুলে, মুক্ত কানের দুলে,
গলায় মুক্ত মালার হার
শিবের বুকে দাঁড়িয়ে আছে
কালী দেখায় কালোর বাহার—–
মুক্ত গাছে, মুক্ত ডালে,
মুক্ত শাখায় বাঁধছে পাখি বাসা
ডাকছে কোকিল মিষ্টি সুরে
আওয়াজটা বেশ খাসা।।
মুক্ত রণে, মুক্ত বনে,
মুক্ত গাছের নিচে
ঝরা পাতার উপর ছিলেন বসে
ছদ্মবেশে চণ্ডীদেবী,
ছেড়ে শিবের ঘর
মুক্ত রথে, মুক্ত পথে,
মুক্ত ধারায় যায়না পাওয়া সঙ্গ,
প্রথম প্রথম দেখা যায়
কতই না অঙ্গের রঙ্গ
মুক্ত তীরে, মুক্ত বানে,
মুক্ত নিয়মে কালকেতুর জালে
আটকে পড়ছে বনের হরিণ সহ
নানা প্রাণী দলে দলে—–
মুক্ত নদী, মুক্ত জলে,
মুক্ত নৌকা চলছে নদীর তীরে
পড়ন্ত বিকেলে কাটছে সাঁতার
মুক্ত মাছের দল দুই পারে,

মুক্ত নারী, মুক্ত কন্যা,
মুক্ত মানব করছে যুদ্ধ
বাংলা সাহিত্য পড়ে হচ্ছে
সবাই উদ্বুদ্ধ।

মুক্ত ফুলে, মুক্ত রসে,
মুক্ত মধুর কথা ভাসে
ব্যস্ত সবাই এদিক ওদিক
গল্প ওঠে ক্যান্ভাসে

মুক্ত আলো, মুক্ত সোহাগ,
মুক্ত স্বাধীনতা….
গেছে চলে আঁধার,
মেলেছে ডানা সাহস আর সততা।

মুক্ত ঝিনুক, মুক্ত শামুক,
মুক্ত বালুচরে
শক্ত বাসা সাথে নিয়ে দুনিয়াটা ঘোরে—–
মুক্ত আলাপ, মুক্ত প্রেম, মুক্ত ভালোবাসা
মুক্ত তুমি কোথায় থাকো? কোথায় তোমার বাসা?
মুক্ত জীবন, মুক্ত মরণ, মুক্ত রণসজ্জা
কবি বলে বড়াই করা সবথেকে বেশি লজ্জা!
মুক্ত স্বাধীন, মুক্ত দেশের, মুক্ত রাষ্ট্রে থাকি
পেয়েছি স্বাধীনতা আরও কী আছে চাইতে বাকি?
মুক্ত লড়াই, মুক্ত আশা, মুক্ত দেশের ভাষা
ধন্যবাদ জানাই সংগ্রামীদের তাদের কারণে জাগে মনে আশা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *