🌼বন বন দুনিয়া🌼
✍️মিলন পুরকাইত✍️
🌼🌼🌼🌼🌼🌼🌼
বন বন দুনিয়াটা
ঘুরে চলে রাতদিন,
চুপচাপ নেই বসে
কভু নয় পরাধীন।
দিনে শেষে আসে রাত
শুধু তাঁর মহিমায়,
ভাটি শেষে জোযারের
ধারা বয় দুনিয়ায়।
ঘুরে ফিরে আসে ঋতু
ফলে ভরা ধরাতল,
গান গায় পাখি সব
কিচিমিচি কোলাহল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সবুজের বুকে ফুল
ফোটে রঙ বাহারে,
সোনা ভরা দেয় মাঠে
নানা রূপে আহারে।
আপনার চারিধারে
ঘুরে চলে রবিটা,
গ্রহদের মাঝে দেখো
পৃথিবীর ছবিটা।
পাবেনা কোনো খুঁজে
নীল ভরা আদলে,
বর্ষার খুশি বুকে
চাকা মেঘ বাদলে।।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ~মিলন।