দামোদরের পশ্চিম তীরে
আমার জন্ম
খরস্রোতা যে নদীর বুক চিরে
সাঁতরে পার হয়েছিলেন
স্বয়ং বিদ্যাসাগর
মাতৃ আদেশ রক্ষায়।
সে হেন মাতার
আজ এ কী দশা
আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত
যে মা সত্য পথে চলতে
সর্বদা মাতা গান্ধারী
যে মা অনুভবে অনুরাগে
সন্তানের কল্যাণ কামনায় নিযুক্ত সৈনিক
সেই মাতার একীভূত দুর্দশা তবে
কেন গুরুগুরু গর্জন
সন্তানের মুখে
যে মা খিড়কি দরজায় সন্তানের জন্য প্রতীক্ষারত
সর্বদা মন্দ্রিত মহামন্ত্র
ধ্বনি উচ্চারিত হয়
যে মায়ের মুখে
তার দেনা শোধ না করে
কেন বেদী মূলে ওঠে
দুর্যোগের স্রোত
কেন দিনরাত্রি হয়না মধুর
পরিপূর্ণ গুন্ গুন্ স্বরে??