মায়ের ভাষা
ভুবন সরকার
বাংলা আমার মায়ের ভাষা
সবার বুকের বল
মায়ের ভাষার মান রাখতে
পথে দামাল ঢল।
উর্দু হবে রাষ্ট্র ভাষা
বললে কি আর হয়
মোদের ভাষার রাখতে যে মান
নাইতো বুকে ভয়।
চললো মিছিল ভাষার দাবী
উত্তাল হলো দেশ
বাংলা হবে রাষ্ট্র ভাষা
করলো দাবী পেশ ।
রাজপথেতে মিছিল চলে
রাখতে ভাষার মান
অত্যাচারীর মারণ গুলায়
করলো জীবন দান ।
কেড়ে নেবে মুখের ভাষা
তাই কি কভু হয় ?
বাংলা মোদের ভাষার দাবী
আনলো রক্তে জয় ।