মরুর বুকে
কবি- সরবত আলি মণ্ডল
***********
ধরার বুকে অপার স্নেহে
লালিত হয়েছো তুমি,
কিছু ছাপ রেখে যাওয়া,
বৃথা জন্মে এ পৃথিবী যে পঙ্গু।
পঙ্কিল আবর্তে নিঃশ্বাস বন্ধ প্রায়
একটু বাঁচিয়ে যাও।
তারপর যদি মরণ আসে
সে মরণ হবে মর্যাদার মরণ।
দেখবে, মরুর বুকেও –
পুষ্প প্রস্ফুটিত হবে।
গুজ্ঞন সুরে-
ভ্রমরের আনাগোনায়।