Spread the love

কবিতা — তুমি সর্বজনীন
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
মনোরঞ্জন আচার্য্য 
🌱🌱🌱🌱🌱🌱

তুমি এসেছো তাই আনন্দে মেতেছে ধরা
তুমি সর্বজনীন তুমি আনন্দময়ী,
তুমি এসেছো তাই মানব শুন্য গৃহে দেখো
পাহারা দিচ্ছে তালা জনারন্য পথ,
তুমি এসেছো তাই হাসি ফুটেছে সকলের মুখে
প্রেম খুঁজছে নতুন হৃদয়ের জানালা,
কেউ খাচ্ছে বিরিয়ানি কাটলেট চড়ছে গাড়ি
কেউ ঘুরছে প্রেমিকার হাত ধরে,
যে দিনান্তে আতপেটা খেয়েছে হয়তো উপোষি
সে ও যাচ্ছে মন্ডপে তোমাকে দেখতে,
যে ফুটপাতে বাস করে ভিক্ষায় করে দিন যাপন
তার মুখে ও আজ হাসি তুমি এসেছো বলে,
তুমি এসেছো বলে ঢাকির মেয়েটা আনন্দে আত্মহারা
পথপানে চেয়ে বসে আছে কিছু পাওয়ার আশায়,
তুমি এসেছো তাই নাস্তিক লোকটি পথে যেতে যেতে
ফিরে দেখেছে তোমাকে মনে মনে করেছে প্রণাম,
তুমি সনাতনী তুমি জননী তুমি সৃষ্টির আদি অন্ত
তুমি এসে বিলাও আনন্দ ফিরে গেলেও দাও আনন্দ,
কলকাতা দমদম।
কবিবর ছবিও দেবেন
Hide quoted text
On Mon 7 Oct, 2019, 1:04 AM Monaranjan Acharjya, <monaranjanacharjya@gmail.com> wrote:
কবিতা — তুমি সর্বজনীন
০৭/১০/২০১৯
মনোরঞ্জন আচার্য্য
_________________________________
তুমি এসেছো তাই আনন্দে মেতেছে ধরা
তুমি সর্বজনীন তুমি আনন্দময়ী,
তুমি এসেছো তাই মানব শুন্য গৃহে দেখো
পাহারা দিচ্ছে তালা জনারন্য পথ,
তুমি এসেছো তাই হাসি ফুটেছে সকলের মুখে
প্রেম খুঁজছে নতুন হৃদয়ের জানালা,
কেউ খাচ্ছে বিরিয়ানি কাটলেট চড়ছে গাড়ি
কেউ ঘুরছে প্রেমিকার হাত ধরে,
যে দিনান্তে আতপেটা খেয়েছে হয়তো উপোষি
সে ও যাচ্ছে মন্ডপে তোমাকে দেখতে,
যে ফুটপাতে বাস করে ভিক্ষায় করে দিন যাপন
তার মুখে ও আজ হাসি তুমি এসেছো বলে,
তুমি এসেছো বলে ঢাকির মেয়েটা আনন্দে আত্মহারা
পথপানে চেয়ে বসে আছে কিছু পাওয়ার আশায়,
তুমি এসেছো তাই নাস্তিক লোকটি পথে যেতে যেতে
ফিরে দেখেছে তোমাকে মনে মনে করেছে প্রণাম,
তুমি সনাতনী তুমি জননী তুমি সৃষ্টির আদি অন্ত
তুমি এসে বিলাও আনন্দ ফিরে গেলেও দাও আনন্দ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *