ভয়ার্ত চোখের ভাষা
🌱🌱🌱🌱
মনীষা কর বাগচী
আমার একটি কবিতা আছে জানো?
সে কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো পূর্ণিমা কখনো স্রোতস্বিনী নদী…
আমার একটি কবিতা আছে জানো?
সে কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো পূর্ণিমা কখনো স্রোতস্বিনী নদী…
সে বয়ে চলে তার নিজের তালে
বাঁধন মানে না কোনো।
বাঁধন মানে না কোনো।
তাকে নিয়ে বড্ড ভয় আমার
কখনো আগুন জ্বলছে, কখনো দড়ি ঝুলছে, কখনও গুলি ছুটছে…
কোনটি যে কার ঘাড়ে পড়বে কে জানে
তাকে আগলে আগলে রাখছি এযাবত
জানিনা আর কতদিন আঁচলের তলায় রাখতে পারব
তাকে আগলে আগলে রাখছি এযাবত
জানিনা আর কতদিন আঁচলের তলায় রাখতে পারব
কি ভয়ঙ্কর বিড়ম্বনা দেখো, বোঝেনা সে মায়ের ভয়ার্ত চোখের ভাষা
বোঝেনা সে
বোঝেনা…
বোঝেনা সে
বোঝেনা…