কবিতা : ঈশ্বর নির্মাণ
🌱🌱🌱🌱🌱🌱🌱
মধুসূদন মাজী
🌱🌱🌱🌱🌱দৃশ্যমান হাত – – –
ভানুমতির খেল দেখায় –
সৃষ্টি করে একালের ঈশ্বর!
ভানুমতির খেল দেখায় –
সৃষ্টি করে একালের ঈশ্বর!
পরকালের কথা পরকালের জন্য তোলা থাক – –
ওসব তোমার-আমার সান্তনার জন্য!
দেব, অসুরের বিবাদ বড় জীবন্ত লাগে – –
পডশী নয়, নিজেদের জীবনে।
ওসব তোমার-আমার সান্তনার জন্য!
দেব, অসুরের বিবাদ বড় জীবন্ত লাগে – –
পডশী নয়, নিজেদের জীবনে।
ওপরওয়ালা আছেন–
সেকথা অত্যাচার-অনাচার সইবার বড় ঢাল!
সৃষ্টি থেকেই গঙ্গা-পদ্মায় বইছে নোনা জলধারা!
**************************************
ভালবাসা
🌱🌱🌱🌱
মাছরাঙা ভালোবাসে মাছ, তাই–
সাঁড়াসি ঠোঁটে আলিঙ্গন করে জলের ভেতর!
সেকথা অত্যাচার-অনাচার সইবার বড় ঢাল!
সৃষ্টি থেকেই গঙ্গা-পদ্মায় বইছে নোনা জলধারা!
**************************************
ভালবাসা
🌱🌱🌱🌱
মাছরাঙা ভালোবাসে মাছ, তাই–
সাঁড়াসি ঠোঁটে আলিঙ্গন করে জলের ভেতর!
নেংটি ইঁদুরছানা খুব ভালোবাসে – –
গোঁফমুখো বিড়াল!
আঁধার হলেই আলতো করে তুলে নেয়,
লালাঝরা দুঠোঁটের ফাঁকে!
গোঁফমুখো বিড়াল!
আঁধার হলেই আলতো করে তুলে নেয়,
লালাঝরা দুঠোঁটের ফাঁকে!
পাড়ার গলির স্যাতসেতে মোড়ে – –
‘মানুষের মতো কিছু লোক’কয়েক দিনের জন্য–
হয়ে ওঠে বড় ভাই, কাকা, ইত্যাদির মতো!
এইসব ভালোবাসা গেঁজে ওঠা পাকা তালরস!
**********************************
‘মানুষের মতো কিছু লোক’কয়েক দিনের জন্য–
হয়ে ওঠে বড় ভাই, কাকা, ইত্যাদির মতো!
এইসব ভালোবাসা গেঁজে ওঠা পাকা তালরস!
**********************************