******* ভিজে আবরণ******
সুপর্ণা বোস
মেঠো ধানের ক্ষেত বেয়ে
নেমে আসে কুয়াশার শৃঙ্খল।
পথের পাশে পড়ে খুচরো কিছু
শিমুলের লাল রং।
কুড়োতে গিয়ে চমকে দেখে,
ফুলের গায়ের লাল রঙ,
কখন রক্তের স্বাদে ভিজে
গেছে।
ক্ষিপ্ত মানুষের নখর আঁচড়ে,
মাঠ ফেটে চৌচির।
রক্তের ক্ষীণ স্রোত,
এগিয়ে চলেছে সেইদিকে।
কালো ধোঁয়ার আবরণে,
ধানের রঙে কালচে ছোপ।
উড়ো চুলের কানাকানি –
বেখেয়াল করে দেয়,
চাষী মেয়ের মনকে।
হাঁটুজল ব্যাথা উপচে পড়ছে
মাঠ ঘাট বেয়ে।
মানব শরীর কি বেঁচে
থাকতেও নগ্ন??
পোষাকের নীচে জীবন্ত বাস্তব
আবরণ খোঁজে।
কুয়াশায় পা ভেজে –
চোখ ভিজে যায় অশ্রুতে।
আবেগী মন দ্রবিভূত হয়,
শেষ রাতের চুম্বনে ।।।।।
******** ইতি সুপর্ণা********