Spread the love

ভালো মানুষ 

            -মোঃ মাইনুল ইসলাম-

             *****************

শিক্ষকতার অভিজ্ঞতা প্রায় দেড় যুগ পেরিয়ে গেল, 

কত শিক্ষার্থী- গার্জেনের সাথে নিবিড় সক্ষতা হল। 

বহু  প্রশ্ন আশা – আকাঙ্খার  কথা  শুনেছি অগনন, 

শ্রেনীতে প্রথম দিতীয় হবে ছাত্র-গার্জেনের একনিষ্ঠ মন। 

সকলে হ’তে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিল্পী খেলোয়াড়, 

আই. এস, আই. পি.এস,পাইলট বা মস্ত বড় অফিসার, 

তারা খ্যাতিমান হ’য়ে সমাজে ফিরে আসবে সকলে, 

কিন্তু ক’জন আসে ভালোমানুষ হ’তে শিক্ষাঙ্গনের কোলে ? 

অভিভাবক শিক্ষার্থীর মাঝে বিবেক গড়ার প্রতিযোগিতা কই,

বড় চাকরির চাপে ভালো মানুষ হওয়াতে পড়ছে মই।

চাকরির পরীক্ষায় পাশ হলে সফল মোরা মানি,

ভালো মানুষ হওয়া পরীক্ষার কথা কি আমরা জানি ? 

যার চাষ নাই সে ফসল কেমনে কোথায় ফলিবে, 

কোম্পানির পণ্যতো নয় টাকা দিয়ে বাজারে কিনিবে ? 

শিক্ষা-চাকরি হচ্ছে সাথে বাড়ছে চুরি কপটতা বৃদ্ধাবাস, 

মনুষত্বহীন  শিক্ষার চার পাশে  হচ্ছে কত সর্বনাশ ।

পিওন-আমলা  মেম্বর – মন্ত্রী  কত পদ বড় মাপে,

বিবেকবান মানুষের কাজের অভাব ষ্পষ্ট ধাপে ধাপে।

চাকরি – ব্যবসা আছে, আছে হৃদয়হীন মান-সম্মান,

সমাজ-দেশ  সৎমানুষের অভাবে রোজ হচ্ছে খান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *