Spread the love

ভালোবাসা হারিয়ে গেছে
হান্নানুল মহাজ্জেরীন
25.10.20
ভালোবাসা হারিয়ে গেছে
প্রায় 73 বছর অতিক্রম করল
দেশ স্বাধীন হয়ে|
কত তরুণ তাজা জীবন দিয়েছিল
বন্দুকের সামনে|
তাদের ইতিহাস পড়তে
সমাজ আজ ভ্রু কুচকায়|
যেন ভালবাসা হারিয়ে গেছে|

কয়েকজন যুবক
সহজে জমায়েত হয়
ভাটি শালায়|
কিন্তু কয়েকজন জমায়েত হয় না
অসহায় মানুষের পাশে দাঁড়াতে|
এখন কেউ চাঁদা তোলে
কোন গরীব মেয়ের
বিয়ের ব্যবস্থা করে না|
যেন ভালবাসা হারিয়ে গেছে|

পড়ে থাকা পথদুর্ঘটনায় অসহায় ব্যক্তি
সাহায্যের জন্য হাতড়াতে হাতড়াতে
মৃত্যুবরণ করে|
ভিডিও করে সেলফি তুলে কিন্তু
পুলিশ কেস না হয়ে যায়
তার ভয়ে কেউ সাহায্য করে না
হয়তো লোকটা বেঁচে যেত|
যেন ভালবাসা হারিয়ে গেছে|

ভরা সমাজে কয়েকটা বখাটে
মেয়েদের ওড়না ধরে টানাটানি করে|
কেউ পাশে দাঁড়ায় না
কারণ পাছে কোন ঝামেলায়
না পড়তে হয়|
যেন ভালবাসা হারিয়ে গেছে|

অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা স্টেশনে স্টেশনে
ভিক্ষে করে|
কখনো বা কাঁপাকাঁপা দেহে
বাস বা ট্রামে দাঁড়িয়ে থাকে
ব্যস্ততার ভিড়ে কেউ জায়গা
করে দেয় না|
মনে হয় ভালোবাসা হারিয়ে গেছে|

অনবরত বিক্রি হয়ে যাচ্ছে
আমাদের বিবেক আমাদের বুদ্ধি|
স্বার্থের জাদু শালায়|
বল সে কি আর আসবে ফিরে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *