শিরোনাম – ভাবনায় নেতাজী
কলমে দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ
এখনও স্বপ্নে তোমায় দেখি নেতাজী,
তোমার সাথে হাঁটি চলি কথা বলি,
মনে জ্বলে বহ্নিশিখা ‘ |
তোমার মতো করে বলতে পারি রক্ত দিলে স্বাধীনতা ৷
আহা সে কি কথা,
কত বড় নিশ্চয়তায় উঠে আসে এই কথা ৷
প্রবল বিক্রম অসীম সাহস সত্যের সাথে সন্ধি,
এগুলোই তোমাকে করেছে সকলের কাছে অপ্রতিপদ্বন্ধি ৷
দিল্লী চলো জয়হিন্দ ধ্বনি আজও হয় উচ্চারিত শুভ জন্মদিনে ৷
হারিয়ে গিয়েও ফিরে আসে বারে বারে সবার মনে ৷
আজ মনে হয় তোমার মতো কিছু সুভাষের বড়ো প্রয়োজন
আছে এই শুভক্ষনে ৷
চলার পথে চলা যেত নির্ভয় ভাবে সঙ্গোপনে ৷
তোমার মতো কান্ডারী পেলে
অনেক নেতাজীর জন্ম হোতো ঘরে ঘরে |
যখন একা ভাবতে বসি তোমার কমর্কান্ডকে ,
তখন তুমি জেগে উঠো আমার মনের মন্দিরে। ==================
কলমে : দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ