Spread the love

নতুন বৈশাখ

তীর্থ মণ্ডল

আজ ১লা বৈশাখ

নব বছরের সূচনা,

পুরোনো স্মৃতি ভুলে

নতুনকে নিয়ে ভাবনা।

 

যত দুঃখ কষ্টের দিন

গভীর হ্রদে ভাসুক,

সুখের আনন্দ ধারা

হ্রদয়ে এসে লাগুক।

 

দীন দরিদ্র অসহায়রা

খুঁজে পাক সুখের তীর,

আপন স্বমহিমায় বাঁধুক

তাদের স্বর্গের নব নীড়।

 

রাজনীতি কূটনীতি চাল

দূরে থাক সকল ভেদাভেদ ,

সূচনা হোক নতুন দিশা

রঙিন বৈশাখীর শুভেচ্ছা।

********************

অসহায় বৃক্ষ

তীর্থ মণ্ডল। 

 

এই জ্বলন্ত প্রখর রৌদ্রে

অপদার্থ কিছু বখাটে লোকে,

জঙ্গলে আগাছা জ্বালিয়ে

অসহায় গাছেদের পোড়াচ্ছে।

 

সাথে সবুজ গাছও মরছে

পরিবেশ ধ্বংসের সাথে সাথে,

আরও উত্তাপও বাড়ছে

বৃক্ষের সংখ্যাটাও কমছে।

 

কিছু মানুষের মূর্খতার জন্য

ধরিত্রী মাতাও কষ্ট পাচ্ছে,

সমস্ত প্রাণী জগৎও ধ্বংস হচ্ছে

সূর্য দেবেরও তেজ বাড়ছে।

 

বুদ্ধিজীবীরা এগিয়ে আসুন

সকলকেই সতর্ক করুন,

পরিবেশে বৃক্ষের কতটা গুরুত্ব

সকলের কাছে বর্ণন করুন।

*********************

বৃক্ষের ভূমিকা

তীর্থ মণ্ডল

 

দাঁত থাকলে যেমন

দাঁতের মর্ম বোঝে না,

ঠেলায় না পড়লে বিড়াল

গাছেতে উঠে না।

 

ধূসর মরুভূমিতে বোঝে

জলের মর্ম প্রতি পলে

অভুক্ত অনাহারী সদা

ক্ষিদের জ্বালায় জ্বলে।

 

গরিব হতভাগাটা সঠিক

অর্থের অর্থ জানে।

দুর্ঘটনা থেকে ফেরা ব্যক্তি

বোঝে জীবনের মানে।

 

রবির তীব্র জ্বলন দহনে

ধরিত্রীটা ভুগছে নিজে

প্রকৃতির শ্রেষ্ঠ জীব বোঝেনা

অস্তিত্বের করুণ ব্যথা কি যে!

 

 

নিজেরাই ধ্বংস না করলে

বিশ্বপ্রকৃতি শান্তই থাকত

পেতনা এমন কঠিন সাজা,

বৃক্ষের ভূমিকা যদি জানত।

*********************

বৃষ্টির আশায়

তীর্থ মণ্ডল

 

চাতক যেমন বারি চায়

সবাই আছে বৃষ্টির আশায়,

দুর্বিষহ এই গরমে হায়!

হতাশা ছাড়া আর কি পায়।

 

উষ্ণতা বাড়ছে দিন দিন

পিচ সিমেন্ট কংক্রিট রাস্তায়,

বাড়াচ্ছে অধিক তাপমাত্রা

গোটাটাই মানুষের ভূমিকায়।

 

জনতা এখন আকাশে তাকায়

একটু বৃষ্টির অপেক্ষায়,

কখন জীবকুল মুক্তি পাবে

শান্ত শীতল বৃষ্টি -ধারায়।

***********************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *