Spread the love

আজও—

সমাজে জীবিত মীরজাফর ঘরশত্রু বিভিষণ,

আপ্লুত ভনিতায় সামাজ হিতৈষীর আচরণ।

ছল আর চাতুরী কুটিল বাহাদুরি,

হাবেভাবে আভরণে সভ্য সমাজ সংস্কারী।

গরলে পূর্ণ মন সমাজের দুশমন,

প্রতিনিয়ত সমাজরক্ষক রূপে করে পর্যবেক্ষণ।

বাহিরে ঈশ্বর কিংবা আল্লার নাম,

সবদলে থাকে ডান কিংবা বাম।

ওরা তোষামুদে স্বার্থপর বিনয়ের অবতার,

গরলে অন্তর বাহ্যিক মধুর ব্যবহার।

কর্মক্ষেত্রে ষড়যন্ত্র চক্রান্ত বিশ্বাসঘাতকতা নিভৃতে,

কলকাটি নাড়ায় শুধু মগজ অস্ত্রে।

হৃদয় আস্তিনে লুকানো ক্রুর ফনী,

ওরাই আসল রত্ন সমাজের মনি।

ওরা মিষ্টি শয়তান দেশের বৈরী,

এসেছে সময় জনগন থাক তৈরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *