Spread the love
ইতিহাস কি নীরব অতীত ?
***********
বীরেন_আচার্য্য
✍️✍️✍️✍️✍️

ইতিহাস কি নীরব অতীত ?
————————————
ইতিহাস কি শুধুই নীরব অতীত !
আজ তবে সেই লাল সড়কের ডাকে
কেন হয় না তোলপাড় পদ্মা – মেঘনা ?
গঙ্গা কেন উজানে বয় বেদনায় ?
বাহান্নর একুশ আর সেই সত্তরের একুশ
দিন এক হলেও ভিন্ন উপলব্ধি ;
বাহান্নর একুশে আবেগ ভরা প্রাণ
সত্তর দিয়েছে সবার চেতনার সম্মান ।
কিন্তু আজ ? কই সে আবেগ, কই সে চেতনা
শুধু শহীদের কবরে কর্তব‍্যের মালা ;
কেবল মা কাঁদে -কোথা রফিউল , বরকত
আমার সালাম , আমার জব্বার -।
শতক একুশে শুধু প্রাণহীন পুষ্পাঞ্জলি –
তোমার ঠোঁট, আমার ঠোঁট , আমাদের ঠোঁট
কতটুকু করে স্পন্দন মাতৃভাষার লাগি ?
বাংলার পূর্ণ আত্মনিয়ন্ত্রণ আজও মরীচিকা , 
একুশের তাৎপর্যেই কাঁদে শুধু বাহ‍্যিক পরাণ ।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *