🌴সমাজের কিছুই বদলায়নি🌴
✍️বিশ্বজিৎ মেটে✍️
বছর বছর পেরিয়ে যাবে
নতুন বছর আবার আসবে,
একদিনের জন্য শান্ত হয়ে;
কতো সুখ তুমি কিনে আনবে?
জীবনের যুদ্ধ বড্ড কঠিন
জয়ী হয়েছে বলো কজন?
নিজের স্বার্থ দেখেই মানুষ
ভুলে যাবে আত্মীয় স্বজন।
আগের মতোই কাঁদবে বিশ্ব
কতো মানুষ যাবে হেরে,
স্টেশনে স্টেশনে পথ শিশুরা
অনাহারে যাবে কতো মরে।
সমাজের কিছুই বদলায়নি;
সংখ্যাটা শুধু পরিবর্তন হলো,
আবার সকলে বুকে বল নিয়ে
যুদ্ধে ক্ষেত্রে একলা হেঁটে চলো।