নদী নয়
🌱🌱🌱
বিশ্বজিৎ মাইতি
🌱🌱🌱🌱🌱🌱
এঁকে বেঁকে চলেছে জনপদের উপর দিয়ে।
তাতে নীল জল থৈ থৈ করছে,
ঢেউ উঠছে,পড়ছে,
মাছের ঝাঁক,কুমির হাঙরে গম গম করছে শরীর।
কাক ছিল চক্কর কাটছে মাথার উপর।
চরে চুপচাপ বসে আছে বক।
মাছরাঙা সুযোগের অপেক্ষায়।
#
নদীই নয়।আসলে একটি মেয়ে।
তাতে নীল জল থৈ থৈ করছে,
ঢেউ উঠছে,পড়ছে,
মাছের ঝাঁক,কুমির হাঙরে গম গম করছে শরীর।
কাক ছিল চক্কর কাটছে মাথার উপর।
চরে চুপচাপ বসে আছে বক।
মাছরাঙা সুযোগের অপেক্ষায়।
#
নদীই নয়।আসলে একটি মেয়ে।