Spread the love
# শ্রমজীবী সমাজ#
✍️বিমান প্রামানিক✍️


হে বিশ্ববাসী! তোমারে সেলাম
আজকে শ্রমদিবসে তাদের প্রণাম।
যারা চিরকাল শুধু বঞ্চনার শিকার 
কখনও পাইনা তারা নায্য অধিকার। 
বিধাতার কি করুন সৃষ্টি! 
সারা বিশ্বময় রয়েছে ছড়িয়ে যত শ্রমজীবী 
তাদের শ্রমের মুল্য দিতে কি আমরা ভাবি? 
নিজের আখের গোছানো হলেই ব্যাস!
পালিয়ে যায় আপন পথে, তাদের করে হতাশ। 
আমাদের মানবিকতা কোথায়? 

ইট ভাটার শ্রমিক বন্ধু, কিংবা কারখানার
ততক্ষনই ভালোবাসী, যতক্ষণ তাকে দরকার। 
ঠিক তার পরেই ভুলে যায় তার যত অবদান,
পারিশ্রমিক চাইলে পরে, করি তাদের অপমান। 
আমাদের মানসিকতা এমনই?

বারবার কেন আমরা ভুলে যায়? 
আমরাও তো শ্রমিক, তারা একা নয়। 
তাহলে কেন তাদের প্রতি অবহেলা? 
আমাদের সুখের আশায় তাদের এগিয়ে চলা। 
এটাই কি স্বাধীনতা? 

গ্রাম থেকে শহর জুড়ে কত শ্রমিক ভাইএর বাস
অবহেলার পদতলে পদদলিত তারা বারোমাস। 
যত সভ্যতা সৃষ্টির কারিগর তারাই,
অথচ একটুও জায়গা হয়নি ইতিহাসের পাতায়। 
এমনই আমাদের ইতিহাস।

অর্থের অহংকারে আমরা সবকিছু ভুলে গেছি
অর্থ আসে কার পরশ্ পেয়ে মনে কি রেখেছি? 
আমাদের বিলাসিতায় তাদের করি অবহেলা? 
শ্রমিকের অবদানে আমরা সুখি চারবেলা। 
একথা ভোলার নয়। 
                    **********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *