Spread the love
বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ
🌱🌱🌱🌱🌱🌱🌱

স্বপ্ননীল আনন্দ
🌱 🌱 🌱 🌱 🌱

হে তাপস ,হে মহর্ষি ,নীলাঞ্জনার সপ্তর্ষি –
অগ্নিহোত্রী ,অগ্রদূত ,জাতির জীবনের কর্ণধার।
স্মরি তোমায় ,নতশিরে জানাই নমস্কার।
হৃদয় তোমার পদ্মালায় ,কন্ঠে বজ্র ঘোর নিনাদ –
তোমার মতো হৃদয় দিয়ে শুনেছে কে দুঃখীর আর্তনাদ।
তুমি প্রথম শোনালে মোদের, অনুভূতি যে ধর্মের প্রাণ
জীবন মৃত্যু নিত্য সত্য ,তাদের ভিন্ন নাম।
চিকাগোর ধর্মসভায় জানালে যে আহ্বান
উচ্চ- নীচের নেই যে তফাৎ ,নেই কোনো ব্যাবধান।
পর কে তুমি আপন করলে ,অশুচি কে বললে ভাই ,
তোমার মতোন এমন ঋষি আর যে ধরাতে নাই।
মঠে মঠে। পথে পথে তোমায় নিয়েই চলে আলোচনা।
ক্ষুদ্র জীবন বৃহৎ যজ্ঞের ,পেলাম যে ঋষি –
অনন্ত শক্তির অগ্নিকণা।
হে বিবেকান্দ  ,হে মহর্ষি ,নীলাঞ্জনার সপ্তর্ষি –
অগ্নিহোত্রী ,অগ্রদূত ,জাতির জীবনের কর্ণধার।
স্মরি তোমায় ,পাদপদ্মে  জানাই নমস্কার।
তারিখ -৬ ই জানুয়ারি ১৯৮৪ সালে রচিত ,এবং কলকাতার সুরেশ সরকার রোডে অবস্থিত “অদ্বৈত আশ্রম “এ ১২ ই জানুয়ারি ১৯৮৪ সালে বিবেকানন্দ স্টাডি সার্কেল এর অনুষ্ঠানে সদস্য হিসাবে  কবি নিজেই আবৃত্তি করেন ও তৎকালীন এই সংস্থার প্রধান শ্রদ্ধেয় দেবু মহারাজের আশীর্বাদ  ধন্য হন ও সংস্থার থেকে মহামূল্য বান বিবেকানন্দের উপর নানা বই উপহার পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *