মাতৃ বন্দনা
বিপ্লব গোস্বামী
গাহি আমি জয় মায়েরি জয়
অশুভ শক্তি নাশিয়া যাহারা
সত্য করিলা জয়।
গাহি আমি জয় মায়েরি জয়
যাহার স্তন্যে বাঁচিয়া নর
মানব মহামানব হয়।
গাহি আমি জয় মায়েরি জয়
সন্তানের কষ্ঠে রাত জাগিয়া
শিয়রে যাহারা রয়।
গাহি আমি জয় মায়েরি জয়
শত যাতনা হাজার লাঞ্ছনা
নীরবে যাহারা সয়।
গাহি আমি জয় মায়েরি জয়
শত বেদনা গোপনে সহে
সন্তানের কথা কয়।
গাহি আমি জয় মায়েরি জয়
যাহার আঁচলে থাকিতে মোদের
নেইতো কোন ভয়।